কিশোরগঞ্জের কটিয়াদীতে রফিকুল ইসলাম নয়ন (৩৬) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উপজেলার সহস্রাম-দুলদিয়া ইউনিয়নের কাচারিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে
ভুক্তভোগী নয়ন মিয়া উপজেলার সহস্রাম ধুলদিয়া ইউনিয়নের রায়খলা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়ার ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের
সাংগঠনিক সম্পাদক এবং সহস্রাম ধুলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নয়ন উপজেলার গচিহাটা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে যাওয়ার পথে কাচারিপাড়া মোড়ে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। এরপর কতিপয় দুর্বৃত্ত নয়ন মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে তার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলে এবং মাথায় গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ধারালো ছুরি উদ্ধার করে পুলিশ। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। তবে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
নয়াশতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ