শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার ১০

প্রকাশনার সময়: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২১

কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের গুটলীগ্রাম কোনাচীপাড়া এলাকা থেকে জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রৌমারী গুটলী গ্রামের মো. জাহাঙ্গীর আলম (৩৬), মো. জাহিদুল ইসলাম (২৬), মো. মুকুল মিয়া (৪২), মো. ইসমাইল হোসেন (২২), মো. মাহফুজুল হক (৩৫), মো. রফিকুল ইসলাম (৪০), মো. আফজাল হোসেন (৩৪), টাপুরচর গ্রামের মো. সাদ্দাম হোসেন (২৫), মো. অছিমুদ্দিন (৪০) ও মো. রহিম বাদশা (৩৮)। এসময় জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ অর্থসহ উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নয়াশতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ