শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

শেরপুরে চার ইটভাটাকে বন্ধ ঘোষণা, ২৪ লাখ টাকা জরিমানা

প্রকাশনার সময়: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪৪

শেরপুরে অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও বনের কাঠ পুড়ানোর দায়ে চার ইটভাটা বন্ধ ঘোষণা করেছে ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদফতর। এ ছাড়াও নগদ আরও ২৪ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মনসুর।

এ অপরাধে মেসার্স সাওদা ব্রিকস, আর এইচ অটো ব্রিকস এন্ড ম্যানুফ্যাকচার্স-১, আর এইচ অটো ব্রিকস অ্যান্ড ম্যানুফ্যাকচার্স-২ ও মেসার্স একেবি ব্রিকসকে ৬ লাখ করে মোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ভেকু নিয়ে ভাটার গুরুত্বপূর্ণ অংশ ভেঙে দিয়ে দেওয়া হয়।

জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় কৃষি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ জনবসতি পূর্ণ এলাকায় অবৈধভাবে নিবন্ধনবিহীন এসব ইটভাটা পরিচালনা করে আসছেন ব্যবসায়ীরা। এ ছাড়াও পরিবেশ অধিদফতরের নিয়ম না মেনে পুড়ানো হচ্ছে বনের কাঠ।

এব্যাপারে পরিবেশ অধিদফতর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপ-পরিচালক আব্দুল্লাহ আল মনসুর জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অবৈধভাবে পরিচালিত ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা ও বন্ধের নির্দেশ দেয়েছি। এধরনের অভিযান ভবিষ্যতে চলমান থাকবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ