ময়মনসিংহের নান্দাইলে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ মঞ্জুরির চেক বিতরণ করেছেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে এসব বিতরণ করা হয়।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে ও নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আহসান উল্লাহ’র সঞ্চালনায় দরিদ্র পরিবারের মাঝে ২ বান করে মোট ১৬০ বান ঢেউটিন ও ৬ হাজার টাকা করে মোট ৪ লাখ ৮০ হাজার টাকার গৃহ মঞ্জুরির চেক বিতরণ করা হয়।
পরিকল্পনামন্ত্রী বেলা ২টায় সরকারি সফরে নিজ উপজেলা নান্দাইলে আসেন। এসময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে প্রশাসনিক দফতর প্রধানদের সাথে তিনি মতবিনিময় করেন এবং সভা শেষে ঢেউটিন ও চেক বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এরপর তিনি মোয়াজ্জেমপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত কর্মী সমাবেশে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমুল্লাহ লিটন, ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইয়া, রফিকুল ইসলাম রেণু, অ্যাডভোকেট আসাদুজ্জামান নয়ন, সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়া প্রমুখ।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ