পটুয়াখালীর বাউফলের একটি মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ১৫ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে ১১ শিক্ষার্থীকে বাউফল হাসপাতালে চিকিৎসার জন্য দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ ফ্রেবুয়ারি) দুপুর আড়াইটার দিকে কালাইয়া হায়াতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে হাত-পা কাঁপুনি দিয়ে শ্বাস কষ্ট বেড়ে গিয়ে তারা অসুস্থ হয়ে পড়েন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পারলে বিদ্যালয় ছুটি দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে সেই বিদ্যালয়ের ৮ম শ্রণির এক শিক্ষার্থীর অভিভাবক জানান, শীতের কারণে অনেক শিক্ষার্থী ঘুম থেকে একটু বিলম্বে ওঠেন। এরপর ফ্রেস হয়ে পড়ার টেবিলে বসে যান। এদিকে স্কুলের সময় হয়ে যাওয়ায় না খেয়েই স্কুলে চলে যান। দীর্ঘ সময় স্কুলে থাকায় অসুস্থ হয়ে পড়েন। তবে এর আগে এই বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বাউফল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মার্জান বলেন, সেই বিদ্যালয়ের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় মানসিক চাপ ও ভীত সন্ত্রস্ত হয়ে অন্যান্য শিক্ষার্থীরাও অসুস্থ হয়ে পড়েন। তবে তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ