ঢাকা, শনিবার, ৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ জিলহজ ১৪৪৫

ইজতেমার বাসে মুসল্লি সেজে গাঁজা পাচারের চেষ্টা

প্রকাশনার সময়: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৩ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৮

কুড়িগ্রামে মুসল্লি সেজে ইজতেমার বাসে গাঁজা পাচারের চেষ্টাকালে মো. আঙ্গুর হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩১ জানুয়ারি) রাতে নাগেশ্বরী পৌরসভার বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আঙ্গুর হোসেন (৩০) নাগেশ্বরীর আঙ্করনগর নতুন বাজার গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, বুধবার রাতে বাসস্ট্যান্ড থেকে ছদ্মবেশে ইজতেমার রির্জাভ বাসে মাদক নিয়ে ঢাকায় যাচ্ছেন। এরপরে মুসল্লিদের সহায়তায় ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আঙ্গুর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তার মাদক কারবারি ছদ্মবেশে ইজতেমার বাস ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা করেছিল। তবে মুসল্লিদের সহায়তায় নাগেশ্বরী থানা পুলিশের চৌকস টিম তাকে গ্রেপ্তার করে। এবিষয়ে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ