পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলার ৯টি ইউনিয়নে চার হাজার কম্বল ও ৩৪ জনকে চিকিৎসার জন্য ১১ লাখ টাকা দেওয়া হয়।
বুধবার (৩১ জানুয়ারি) সকাল থেকে উপজেলায় ঘুরে ঘুরে এসব সহায়তা পৌঁছে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী মহিব্বুর রহমানের সহধর্মিণী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা জানান, প্রতিমন্ত্রী মহিব্বুর রহমান ঢাকায় ব্যস্ততার মধ্যে দিন পার করছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসব সহায়তা নিয়ে মহিব্বুরের নির্দেশে তিনি কলাপাড়ায় এসেছেন।
তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও শীত বস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন মহিব্বুর। এ ছাড়া অসুস্থ ব্যক্তিদের জন্য প্রধানমন্ত্রীর দফতর থেকে আর্থিক অনুদানও দেওয়া হয়েছে।
রেখা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের মানুষকে অনেক ভালোবাসেন। তারই ধারাবাহিকতায় টানা দ্বিতীয়বারের নির্বাচিত এমপি এই ভাটির সন্তান মহিব্বুরকে গুরুত্বপূর্ণ মন্ত্রাণালয়ের দায়িত্ব দিয়েছেন। এই সম্মান গোটা উপকূলবাসীর। তাই সাগর তীরবর্তী দক্ষিণাঞ্চলের মানুষ শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমরাও মানবতার মা শেখ হাসিনার জন্য প্রাণ ভরে দোয়া করবো।
এসময় তার সফর সঙ্গী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবদুল মোতালেব তালুকদারসহ স্থানীয় আওয়ামী লীগ ও মহিলা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ