ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

উলিপুরে এসপির উপহার পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে হাফেজরা

প্রকাশনার সময়: ৩১ জানুয়ারি ২০২৪, ২০:৩২ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৪, ২২:৫৩

কনকনে ঠান্ডায় কুড়িগ্রামের উলিপুরে হাফেজি মাদরাসার শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি হাফেজি মাদরাসায় পুলিশ সুপারের পাঠানো এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

পুলিশ সুপারের দেওয়া শীতবস্ত্র (কম্বল) হাতে পেয়ে আনন্দিত শিক্ষার্থীদের ভাষ্য, কয়েক বছর থেকে মাদরাসায় পড়ছি। কেউ আমাদের কম্বল দেয়নি। এই প্রথম আমরা কম্বল পেলাম। আমরা এসপি স্যারের জন্য দোয়া করি, আল্লাহ্ তাকে ভাল রাখবেন।

এ বিষয়ে পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চল ও প্রত্যেক উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশ সবসময় অসহায় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ