গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার উদ্দেশে আসার পথে অসুস্থতাজনিত কারণে ইউনূস মিয়া (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া থেকে বাসে আসার পথে বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে মীরেরবাজার এলাকায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ইউনূস মিয়াকে মৃত ঘোষণা করেন।
ইউনূস মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার ওরুয়া ইউনিয়নের ধামাওরা গ্রাম থেকে আসছিলেন। তার স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন চিকিৎসকরা।
এ বিষয়ে তার সফরসঙ্গী মুজিবুর রহমান বলেন, আমি তাদের গ্রামের ইমাম এবং জামায়াতের জিম্মাদার। আমরা ৩০ জন সফরসাথী একসঙ্গে বাসে করে রওনা দেই। পথিমধ্যে গাড়ির ভিতরে দুইবার বমি করে অজ্ঞান হয়ে যান তিনি। টঙ্গী হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নয়াশতাব্দী/ডিএ/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ