সিরাজগঞ্জের এনায়েতপুরে গভীর রাতে ডাব গাছ থেকে পড়ে প্রাণ হারালো আহসানুল্লাহ (১৪) নামের এক মাদরাসা ছাত্র। সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত আহসানুল্লাহ বেতিল বাসস্ট্যান্ড সংলগ্ন মহি-উস-সুন্নাহ হাফিজিয়া মাদরাসার ছাত্র। তার বাড়ি জেলার কাজীপুর উপজেলার নবীনগর গ্রামে।
ধারণা করা হচ্ছে, আহসানুল্লাহ গভীর রাতে তাফসির মাহফিল থেকে মাদরাসায় ফিরছিলো। এ সময় ডাবগাছে উঠলে, পা পিছলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
মাদরাসা সূত্রে জানা গেছে, আহসানুল্লাহ কোরআন শিক্ষার জন্য মহি-উস-সুন্নাহ হাফিজিয়া মাদরাসার লিল্লাহ বোর্ডিংয়ে থাকতো। গাছ থেকে পড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়ে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখে তার মৃত্যু হয়েছে।
এনায়েতপুর থানা পুলিশ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
নয়াশতাব্দী/ডিএ/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ