শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

কালীগঞ্জে ৩ দিন পর মিলল রাজমিস্ত্রির ভাসমান মরদেহ

প্রকাশনার সময়: ৩১ জানুয়ারি ২০২৪, ১৩:৫০

গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের তিনদিন পর একটি পুকুর থেকে শরীফ মিয়া (৩৫) নামে এক রাজমিস্ত্রির ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে স্থানীয় জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা এলাকার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শরীফ মিয়া স্থানীয় চান্দেরবাগ এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানান, শরীফ মিয়া এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য চলছিল। গত ২৭ জানুয়ারি সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। রাত হলেও বাড়ি না ফেরায় স্বজনেরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। মঙ্গলবার দুপুরে জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা এলাকার একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দিয়েছে। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহেও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে দেহ ফুলে পচন ধরেছে এবং নাক দিয়ে রক্ত ঝরছিল।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি মাহতাব উদ্দিন।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ