শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

শ্রমিকলীগ নেতা হত্যা মামলায় বিএনপির ৩ নেতা কারাগারে

প্রকাশনার সময়: ৩১ জানুয়ারি ২০২৪, ১৩:০৮

লালমনিরহাটে একটি হত্যা মামলায় জেলা ও স্থানীয় বিএনপির ৩ নেতা আত্মসমর্পণ করলে, আদালত তাদের কারাগারে পাঠিয়ে দেয়। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নজরুল ইসলামের আদালত এ আদেশ দেন।

আদালতে আত্মসমর্পণ করা আসামিরা হলেন- লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি ও জেলা সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজমুল হুদা লিমন, পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন এবং হারাটি ইউনিয়ন বিএনপির সভাপতি ও কাজির চড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম খান।

জানা গেছে, গত বছরের ২৯ অক্টোবর হরতালকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের হামলায় সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকার বাফার গোডাউন লোড-আনলোড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নিহত হন। এসময় মহেন্দ্রনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজু ও আওয়ামী লীগ কর্মী বিপ্লব, বাবলু মিয়াসহ কয়েকজন আহত হন।

এ ঘটনায় বিএনপির ৮১ জন নেতাকর্মীর নামে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের হয়।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ