শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

গফরগাঁওয়ে চলছে দু’দিনব্যাপী শীত মেলা ও পিঠা উৎসব

প্রকাশনার সময়: ৩০ জানুয়ারি ২০২৪, ১৭:৪৩ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪, ১৮:৩১

মানুষের কাছে বাংলার লোকজ ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস নিয়ে ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকার প্রাণকেন্দ্রে শুরু হয়েছে দুই দিনের শীত মেলা ও পিঠা উৎসব।

উপজেলা পরিষদ সংলগ্ন আনন্দ মাল্টিমিডিয়া স্কুল মাঠে মঙ্গলবার (৩০ জানুয়ারি) থেকে শুরু হওয়া এ মেলা চলবে বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত।

পিঠা ও শীত মেলার স্টল ঘুরে দেখা যায়, বিভিন্ন নামের ঐতিহ্যবাহী পিঠা, আচার ও ঘরে তৈরি খাবারের পাশাপাশি মেলায় রয়েছে শিশুসহ বড়দের বাহারি পোশাক। উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই এসেছেন এ মেলায়।

এদিন দুপুরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক জামিল আহমেদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেবাশীষ রাজ বংশী, বিকেমি গফরগাঁও শাখার সহকারী মহাব্যবস্থাপক সোহেল ইমাম মামুন, মো. মঞ্জুরুল হক, আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ