নীলফামারীতে মানবতার হোটেলে বিনাপয়সায় পেটপুরে খেলেন তিন শতাধিক ছিন্নমূল, অসহায়, নারী-পুরুষ ও শিশু। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে জেলা শহরের পিটিআই মোড়ে ফুটপাতে বসে ডিম, খিচুড়ি আর ডাল দিয়ে এই খানাপিনা করেন নানা বয়সের মানুষ।
ছিন্নমূল মানুষেরা জানান, অনেক দিন পেটপুরে খাইনি! আজ খিচুড়ি, ডাল ও ডিম দিয়ে পুটপুরে খেয়েছি, খুব ভালো লাগছে। এর আগে কেউ এভাবে আমাদের খাবার দেয়নি।
এসময়, মাসে একবার হলেও যাতে এ ধরনের খাওয়ার ব্যবস্থা করে এ সংগঠনটি- সেই আবদারও জানান তারা।
“টাকা নিয়ে ভাববেন না, এখানে খেতে টাকা লাগে না” এমন স্লোগানে “পোভার্টি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন”-এর উদ্যোগে গত ২০১৭ সাল থেকে ছিন্নমূল মানুষের জন্য কাজ করে আসছে সংস্থাটি। সেই থেকে প্রতিদিন ১১ টাকা করে জমা করেন ফাউন্ডেশনের ৯ সদস্য। যা মাসে শেষে দুই হাজার ৯৭০ টাকায় পরিণত হয়। এছাড়াও দাতাদের সহায়তায়, সেই টাকা দিয়ে অসহায় ও হতদরিদ্র মানুষের খাওয়ানোর ব্যবস্থা করে সংস্থাটি। সপ্তাহে একদিন করে মাসে চার বার অসহায় ও ছিন্নমূল মানুষদের খাওয়ার পরিকল্পনা নিয়েছে তারা।
এ বিষয়ে পোভার্টি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক তুহিন ইসলাম জানান, ২০১৭ সালে বাবার চিকিৎসার জন্য ঢাকায় হারিয়ে যায় নিজের মানিব্যাগ। এরপর কোনো কূল-কিনারা খুঁজে না পেয়ে সহায়তা চান মানুষের। সেই সহায়তা পাওয়ার পর থেকে প্রতিজ্ঞা করেন, মানুষকে সহায়তা করার। ঢাকা থেকে ফিরেই বন্ধুদের সঙ্গে নিয়ে শুরু করেন মানুষকে সহায়তা করার।
নয়াশতাব্দী/ডিএ/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ