সম্প্রতি নড়াইল জেলা সদরে একটি শোরুম উদ্বোধন করতে যান ঢালিউডের চিত্রনায়ক মামনুন হাসান ইমন। সেখানে সঙ্গে ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাসসহ অন্যরা। ওই শোরুম উদ্বোধন শেষে এক বক্তৃতায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে প্রশংসায় ভাসান চিত্রনায়ক ইমন।
মাশরাফি সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করে এই চিত্রনায়ক বলেন, ‘অসম্ভব ভালো লাগার একজন মানুষ তিনি’।
মাশরাফির প্রশংসা করতে যেন কোনোরকম কার্পণ্যবোধ করেননি চিত্রনায়ক ইমন। বক্তৃতায় তিনি আরও বলেন, ‘নড়াইলের জন্য একটা নামই যথেষ্ট, সেই মানুষটা মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ ক্রিকেটের জন্য মাশরাফি ভাই যা করেছেন, তার মতো অধিনায়ক পাওয়া ভাগ্যের ব্যাপার। এরকম একজন অধিনায়ক বাংলাদেশ ক্রিকেটে আবার কবে আসবেন, জানা নেই।’
এ সময় নড়াইলে প্রথমবারের মতো আসতে পেরে খুবই আনন্দিত বলেও জানান ঢালিউডের এই চিত্রনায়ক।
তবে ওই শোরুম উদ্বোধন শেষে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি এক পর্যায়ে এ নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অপু বিশ্বাসের বাকবিতণ্ডা ঘটে বলেও অভিযোগ উঠেছে।
নয়াশতাব্দী/ডিএ/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ