ঢাকা, শনিবার, ৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ জিলহজ ১৪৪৫

তাঁতের শাড়িসহ তিন পণ্যের জিআই অর্ন্তভুক্তিবিষয়ক সভা

প্রকাশনার সময়: ৩০ জানুয়ারি ২০২৪, ১৩:৫৬

টাঙ্গাইলের তাঁতের শাড়ি, মধুপুরের আনারস এবং মির্জাপুরের পাকুল্ল্যার সন্দেশকে জিআই পণ্য হিসেবে অর্ন্তভুক্ত করার লক্ষ্যে আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জিআই পণ্য বিষয়ক সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী প্রমুখ।

এসময় তাঁতের শাড়ি, আনারস, সন্দেশ এবং চমচমের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, টাঙ্গাইলের চমচম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় টাঙ্গাইলবাসী আনন্দিত। তবে চমচমকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন প্রদক্ষেপ নেয়া দরকার। পাশাপাশি তাঁতের শাড়ি, আনারস এবং সন্দেশকে কিভাবে জিআই পণ্য হিসেবে অর্ন্তভুক্ত করা যায় সে লক্ষ্যে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করা হয়।

জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, তাঁতের শাড়ি, আনারস এবং সন্দেশকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য আবেদন করা হয়েছে। আশা করছি দ্রুতই স্বীকৃতি পাওয়া যাবে।

নয়াশতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ