শরীয়তপুরের গোসাইরহাটে স্কুলে যাওয়ার সময় দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় আদিবা ইসলাম রোজা মনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) সকালে ফাতেমাতুজ্জোহরা (রা.) মহিলা মাদরাসার সামনে অটোরিকশার ধাক্কায় আহত হলে, হাসপাতালে নিয়ে যেতেই শিশু রোজা মনির মৃত্যু হয়।
মৃত রোজা মনি উপজেলার রানিসার গ্রামের মো. বোরহান সিকদারের ছোট মেয়ে।
গত ২৮ জানুয়ারি ১নং নাগেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে ভর্তি হয় সে। এর পরদিন ২৯ জানুয়ারি মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি দ্রুতগামী অটোরিকশা রোজা মনিকে সজোরে ধাক্কা দেয়। এতে রোজা মনি মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রোজাকে মৃত ঘোষণা করেন।
গোসাইরহাট থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নয়াশতাব্দী/ডিএ/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ