ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজশাহীর সাথে সব রুটের ট্রেন চলাচল বন্ধ

প্রকাশনার সময়: ২৯ জানুয়ারি ২০২৪, ২০:২৯

রেললাইন ভেঙে যাওয়ার কারণে রাজশাহীর সাথে সকল রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

জানা যায়, রাজশাহীগামী ঢালার চর ট্রেনটি নন্দনগাছী স্টেশনের ২৩৬-৮/৬ নম্বর স্থান পার হওয়ার পর থেকে স্থানীয়রা ভাঙা দেখতে পায়। তারপর থেকে রাজশাহী থেকে বিভিন্ন রুটের সকল ট্রেন বন্ধ রয়েছে। তবে ভাঙা স্থানের সামনে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে।

আড়ানী রেলস্টেশনে ধুমকেতু ট্রেন, আবদুলপুরে কপোতাক্ষ এবং সারদাতে মেইল ট্রেন দাঁড়িয়ে রয়েছে। সকাল ১০টা থেকে সারাদেশের সাথে সকল রুটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

আড়ানী স্টেশন মাস্টার ফরাদ হোসেন বলেন, ঢালার চর ট্রেনটি সকাল ১০টা ৩ মিনিটে আড়ানী থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। তার কিছুক্ষণ পর ঢাকা থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্সপ্রেস ট্রেন আড়ানীতে এসে পৌঁছে। ট্রেনটি পৌঁছার আগেই নির্দেশনা আসে কোনো ট্রেন ছাড়া যাবে না। বিস্তারিত খবর নিয়ে জানতে পেরেছি আড়ানী-নন্দনগাছী স্টেশনের ২৩৬-৮/৬ নম্বর স্থানে রেললাইন ভেঙে যাওয়ার কারণে ট্রেন বন্ধ রাখা হয়েছে। বর্তমানে ভাঙা স্থানে রেললাইন মেরামতের কাজ চলছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ