স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার দুদিন পরই সেই বাসায় মিলল ববিতা আক্তার (২৫) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ। এ ঘটনায় পলাতক স্বামী পরিচয় দেওয়া অজ্ঞাতনামা সেই যুবক।
রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার আশুলিয়া থানার ইউনিক এলাকার একটি টিনশেড বাসা থেকে ববিতার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় নিহতের মুখে আঘাতের চিহ্ন দেখা যায়।
জানা গেছে, নিহত ববিতা আক্তার (২৫) গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার বাসিন্দা। তিনি স্থানীয় পলমল গ্রুপের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার আগে স্বামী ও সন্তান রয়েছে। তবে স্বামী পরিচয়ে বাসা নেওয়া অজ্ঞাতনামা ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
বাড়ির মালিক ও প্রতিবেশিদের সঙ্গে কথা বলে জানা যায়, কারখানায় কাজে না যাওয়ায় প্রতিবেশি সহকর্মী ববিতার খোঁজ নিতে ঘরের সামনে এসে ববিতাকে ডাকাডাকি করেন। এ সময় ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখাতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে, ঘরের জানালার গ্লাস দিয়ে ঘরের মেঝেতে ববিতার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে থানায় খবর দিলে, পুলিশ এসে তালা ভেঙে মরদেহ উদ্ধার করে।
বাড়ির মালিক দ্বীন মোহাম্মদ বলেন, ‘তারা স্বামী-স্ত্রী পরিচয়ে আমার বাসা ভাড়া নেয়। আগামী মাসের এক তারিখ তাদের এই বাসায় ওঠার কথা। তবে ঘর ফাঁকা থাকায় তারা আগেই বাসায় উঠে যায়। আজকে তাদের পরিচয়পত্র দেওয়ার কথা ছিল। ঘরে ববিতার পরিচয়পত্র ও চেয়ারম্যান সনদের কাগজপত্র পেয়েছি। সঙ্গে ওই ব্যক্তির (স্বামী পরিচয় দেওয়া) মোবাইল নম্বর আছে। তবে তার নাম জানিনা।’
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল মালেক বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, তাকে শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ধারণা করা হচ্ছে, পরকীয়া প্রেমিককে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে তারা নতুন ভাড়া বাসায় উঠেছিল। স্বামী পরিচয় দেওয়া ব্যক্তির অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।
নয়াশতাব্দী/ডিএ/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ