ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নড়াইলে কৃষক হত্যার বিচার দাবি

প্রকাশনার সময়: ২৯ জানুয়ারি ২০২৪, ১৪:১৮ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪, ১৫:৪৭

নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামের কৃষক ওলিয়ার রহমান মোল্লা (৬০) হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার লুটিয়া বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় চরদিঘলিয়াসহ লুটিয়া, মাউলি, খালচর, গাজীপুর ও চরমাউলি এলাকার বিভিন্ন পেশার মানুষ এ হত্যার বিচার দাবি করেন।

চরমাউলি গ্রামের আত্তাব শেখের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, নিহত ওলিয়ার রহমান মোল্লার ছেলে আতিকুর মোল্লা। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন শেখ সেলিম, হাবিবুর রহমান মোল্লা, সারেজান আহমদ, মিলু মোল্লা, হবিবুর রহমানসহ অনেকে।

এ হত্যাকাণ্ডে লুটিয়া গ্রামের ফিরোজ শেখ, রোকন মোল্লা, উকিল মোল্লা, রবিউল মোল্লা, আক্তার মোল্লা, রিয়াদ মল্যা, হৃদয় শেখসহ ২৭-২৮ জন জড়িত বলে উল্লেখ করেন বক্তারা।

বক্তারা বলেন, পূর্বশত্রুতা ও জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে গত ১৩ জানুয়ারি সকাল ৯টার দিকে বাড়ির পাশে ধানের জমিতে কাজ করার সময় ধারালো অস্ত্র, রড, হাতুড়িসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ওলিয়ার মোল্লাকে হত্যা করা হয়। এ সময় বাধা দিতে গেলে নিহতের স্ত্রী আসমা বেগমকে রড দিয়ে আঘাত করেন হত্যাকারীরা, ফলে করলে তার বাম হাত ভেঙে যায়।

বক্তারা আরও বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে গত ১৮ জানুয়ারি লুটিয়া গ্রামের ফিরোজ শেখকে (৫০) প্রধান আসামি করে ২২ জনের নামে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও পাঁচ থেকে ছয়জনকে। এর মধ্য চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অন্য আসামিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান এলাকাবাসী।

এদিকে, মামলা তুলে নেওয়ার জন্য বাদী আসমা বেগম ও তার ছেলে আতিকুর মোল্লাসহ পরিবারের লোকজনকে নানা ধরণের হুমকি দিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় আছেন বলে জানা গেছে।

নয়াশতাব্দী/ডিএ/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ