শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

কনকনে শীতে কাঁপছে ঘোড়াঘাট 

প্রকাশনার সময়: ২৯ জানুয়ারি ২০২৪, ১২:১৩

দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলে শীতের তীব্রতা একটু বেশিই থাকে। এবার দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর জেলা। এর প্রভাব পড়েছে ঘোড়াঘাটেও। গতকাল রোববার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫.৫ ডিগ্রি সেলসিয়াসে। চলতি মৌসুমে এটিই জেলার সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৬ টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.১ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন এ উপজেলার নিম্নআয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা। কুয়াশার কারণে অনেক বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। সন্ধ্যার পর থেকেই বাড়ছে শীতের তীব্রতা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না সাধারণ মানুষ। ছিন্নমূল মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। অপরদিকে শৈত্যপ্রবাহের কারণে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, একটানা শীতের কারণে মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে বেশি।

তবে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স সব সময় প্রস্তুত রয়েছে সেবা দেয়ার জন্য। শীতজনিত রোগী বাড়লেও পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। শীতজনিত রোগে আক্রান্ত এখন পর্যন্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।

এ বিষয়ে দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, জেলায় বর্তমানে শৈত্যপ্রবাহ বইছে। আজ সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৬.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। বাতাসের গতি ছিল ২ নটস।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ