ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদেশিরা বিএনপিকে লাল পতাকা দেখিয়ে দিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশনার সময়: ২৮ জানুয়ারি ২০২৪, ২০:১৩ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪, ২২:৪৫

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি গতকাল কালো পতাকা মিছিল করেছে। জনগণ বিএনপিকে নির্বাচনের মাধ্যমে কালো পতাকা দেখিয়েছে। আর বিদেশিদের কাছে ধর্না ধরেছিল কোন লাভ হয় নাই। বিদেশিরা তাদের লাল পতাকা দেখিয়ে দিয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় নীলফামারীর কেন্দ্রীয় শহিদ মিনারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা যখন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছি তখন বিএনপি কই, বিএনপিকে খুঁজে পাওয়া যায় না। যখন পাওয়া যায় তখন তারা পেট্রোল বোমা মারে। আর জাতীয় পার্টি কই, তাদের খুঁজে পাওয়া যায় না। তারা এখন রওশন এরশাদ আর জিএম কাদের এই দুইটি নিয়ে ব্যস্ত আছেন। শুধু আওয়ামী লীগই জনগণের কাছে আছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি বলে বেড়াচ্ছে আওয়ামী লীগ নাকি ভারত, রাশিয়া ও চীনের সরকার কিন্তু তারা আমাদের বন্ধু রাষ্ট্র। আওয়ামী লীগ জনগণের, খেটে খাওয়া ও শীতার্ত মানুষের সরকার।

এসময় নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন সুজিত রায় নন্দী, ফরিদুন্নাহার লাইলী, আমিরুল ইসলাম আমিন, হোসনে আরা ডালিয়া, সাহাবুদ্দিন ফরাজিসহ আওয়ামীগের স্থানীয় নেতৃবৃন্দরা। পরে ছিন্নমূল পাঁচ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ