ফরিদপুর শহরের আলিমুজ্জামান ব্রিজের উপর থেকে অপহৃত বালকসহ চাঁদা নেয়ার নগদ অর্থ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এসময় দুজনকে আটক করা হয়।
রোববার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক রাত ১২দিকে পূর্ব গোয়ালচামট নিবাসী আনোয়ার হোসেনের বাড়ি থেকে অপহরণকারীদের গ্রেফতার করা হয়।
আটকরা হলেন, পাপ্পু ওরফে সুমন কাজী (২৭) এবং নিপা (২৭)। তাদের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া থানার, কোটালীপাড়া গ্রামের বাসিন্দা। অপরজন ফরিদপুরের নগরকান্দা থানার গোড়াইল গ্রামের বাসিন্দা।
পুলিশ প্রেস ব্রিফিংয়ে জানায়, গত শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা অনুমান ৬টার দিকে মো. কাউসার শেখকে (২৬) শহরের আলিপুরের আলীমুজ্জামান ব্রিজের উপর থেকে অপহরণ করে ফরিদপুর শহরের পূর্ব গোয়ালচামট এলাকার আনোয়ার হোসেনের দোতলা বাড়িতে আটকে রেখে মারধর করে। পরবর্তীতে অপহৃতের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে।
এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানা একটি নিয়মিত মামলা রুজু করে পুলিশের একটি চৌকস টিম গুপ্তচর নিয়োগ ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত দুই আসামিকে শনাক্ত করে। রোববার রাত আনুমানিক রাত ১২দিকে পূর্ব গোয়ালচামট নিবাসী আনোয়ার হোসেনের বাড়ি থেকে অপহরণকারীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে মামলার অপহৃত ভিকটিম মো. কাউসার শেখকে এবং বাদীর নিকট থেকে বিকাশে নেওয়া ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
নয়াশতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ