ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

ঘন কুয়াশায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৮

প্রকাশনার সময়: ২৮ জানুয়ারি ২০২৪, ১৮:৪০

ঘন কুয়াশায় ঠাকুরগাঁওয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আটজন আহত হয়েছেন। এতে বাস ও ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

রোববার (২৮ জানুয়ারি ) সকাল ৮টার দিকে সদর উপজেলার ভূল্লী কচুবাড়ি নামক স্থানে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পঞ্চগড়ের বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিকালে এ তথ্য নিশ্চিত করেন।

আহতরা হলেন, ঠাকুরগাঁও ভূল্লী খালিশাকুড়ি গ্রামের জাফর আলীর ছেলে ফিরোজুল ইসলাম (৪০), পঞ্চগড় সদর উপজেলার পতিরাজপাড়া গ্রামের আফছার আলীর ছেলে মো. সাদ্দাম হোসেন (৩০), একই জেলার তোজগাঁও গ্রামের আহম্মেদ আলীর ছেলে মো. কফিরুল ইসলাম (৩০), দিনাজপুর বোচাগঞ্জ ঈশানিয়া গ্রামের ডমনের ছেলে সুষিল (৩৫), একই গ্রামের ধীরেনের ছেলে পলাশ রায় (৪০), টাঙ্গাইল সদর উপজেলার ধনীপাড়া গ্রামের মোজাম্মেলের ছেলে মো. রঞ্জু (৫০), নওগাঁ সদর উপজেলা বচনডোবা গ্রামের সচিনের ছেলে চঞ্চল (৩৫) ও একই জেলার পত্নীতলা তেজগাঁও গ্রামের সুষিলের ছেলে লিটন (৩৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকটি ঠাকুরগাঁওয়ের দিক হতে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল আর যাত্রীবাহী বাসটি পঞ্চগড় হতে ঠাকুরগাঁওয়ে দিকে যাচ্ছিল। সকালে ঘন কুয়াশা থাকায় ও গাড়ি দুটির বেপরোয়া গতিতে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই গাড়িতে থাকা ৮ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করেন ফায়ার সার্ভিসে সদস্যরা।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর থেকে বাস-ট্রাকের চালক পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে গাড়ি দুটি উদ্ধার করে বোদা হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

নয়াশতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ