ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বনিম্ন তাপমাত্রা নামলো ৫.৫ ডিগ্রিতে

প্রকাশনার সময়: ২৮ জানুয়ারি ২০২৪, ০৮:২৩

পঞ্চগড়ে রোববার তাপমাত্রা নেমেছে ৫ দশমিক ৫ ডিগ্রিতে। যা চলতি শীত মৌসুমের সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে তেঁতুলিয়ায় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

রোববার (২৮ জানুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা রেকর্ডের তথ্যটি জানান জেলার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্।

তিনি বলেন, উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসে পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ বিরাজ করছে। রোববার (২৮ জানুয়ারি) সকাল ছয়টায় সর্বনিম্ন ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের মধ্যে এবং চলতি শীত মৌসুমের মধ্যেও সর্বনিম্ন।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘনকুয়াশায় ঢেকে আছে চারপাশ। হিম বাতাসে ঝরছে শীতের পারদ। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মানুষের পাশাপাশি বিভিন্ন যানবাহনের উপস্থিতি কম। অনেক যানবাহন ঘন কুয়াশার কারণে লাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।

তীব্র শীতের কারণে বিপাকে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। দুর্ভোগের অন্ত নেই শিশু ও বৃদ্ধদেরও। প্রতিনিয়তই সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ