গাজীপুর আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্র ‘ডা. ফাতেহা নূরস্ লেজার হাব’ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে মহানগরীর তেলিপাড়া এলাকায় সাগর সৈকত কনভেনশন হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ডা. ফাতেহা নূরস্ লেজার হাব এর উদ্বোধন করা হয়।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি (লাইভে) সংযুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
জানা যায়, স্কেবিজ, ভিটিলিগো, মেলাজমা, আগুনে পোড়া, জন্মগত ও দুর্ঘটনা জনিত দাগসহ ত্বকের নানা ধরনের রোগের কারণে অনেক নারীর বিয়ে হচ্ছে না বা পারিবারিক বন্ধন নষ্ট হচ্ছে। কিন্তু আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এর চিকিৎসা সম্ভব। কিন্তু এই চিকিৎসাটি অত্যন্ত ব্যয়বহুল। চিকিৎসাটি রাজধানীতে থাকলেও রাজধানীর বাইরে এতদিন এর ব্যবস্থা ছিল না। এই সমস্যা দূর করতে গাজীপুরে প্রথমবারের মতো চালু হয়েছে আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্র ডা. ফাতেহা নূরস্ লেজার হাব।
এখানে মানুষের যেকোনো ধরনের মুখের দাগ ও শরীরের চুলকানিসহ অন্যান্য রোগের সুলভ মূল্যে বিশ্বমানের চিকিৎসা দেওয়া হবে। ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. ফাতেহা নূর এই চিকিৎসা কেন্দ্রটি প্রতিষ্ঠা করেন।
অনুষ্ঠানে ডা. ফাতেহা নূর ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চলচ্চিত্র শিল্পী অপু বিশ্বাস, শম্পা রেজা ও মীর সাব্বির। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ