ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

লালমনিরহাট জেলা পরিষদের উপনির্বাচন আগামী ৯ মার্চ

প্রকাশনার সময়: ২৭ জানুয়ারি ২০২৪, ২০:৪৭

লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। উপনির্বাচন শুধুমাত্র চেয়ারম্যান পদে হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৩ ফেব্রুয়ারি, মনোনয়ন যাচাই বাছাই ১৫ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি।

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, উপনির্বাচন তফসিল মোতাবেক ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

উল্লেখ্য, লালমনিরহাট জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মতিয়ার রহমান সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ আসনে এমপি পদে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করেন। যার কারণে গত ২৭ নভেম্বর জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অ্যাডভোকেট মো. মতিয়ার রহমান বিপুল ভোটের ব্যাবধানে এমপি নির্বাচিত হন। সে কারণে জেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে যায়।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ