দীর্ঘদিন কারাভোগের পর চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীসহ ১১ নেতা জামিনে মুক্তি পেয়েছেন।
শুক্রবার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তারা জামিনে মুক্ত হয়েছেন।
এর আগে গত ৩ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণকালে মিরসরাই থানা পুলিশের হাতে গ্রেফতার হন তারা।
জামিনে মুক্তি পাওয়া নেতৃবৃন্দরা হলেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আলা উদ্দিন (৪৫), মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোমিনুল ইসলাম (৩১), চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ দিনাজ (৩৬), উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন টিপু (২৭), ফজলুল করিম (২৮), ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শরিফ মাহমুদ (২৮), চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য ইকবাল হোসেন (২০), কর্মী অলি উল্লাহ (৪৫) ও সাহেদ (২০)।
শুক্রবার জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরোয়ার উদ্দিন সেলিম (৪২)। কয়েকটি মামলায় গত ৯ ডিসেম্বর তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭ এর একটি দল। নেতৃবৃন্দের কারামুক্তির পর জেল গেটে তাদের ফুল দিয়ে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হাসান বলেন, মিরসরাই থানার দ্রুত বিচার আইনে দায়েরকৃত বিএনপির ১০ আসামির জন্য জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঁইয়া মহোদয়ের আদালতে মিছ মামলা দায়ের করে জামিনের আবেদন করি। আদালত দীর্ঘ শুনানি শেষে সকল আসামিকে পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন প্রদান করেন।
এছাড়া অপর একটি মিছ মামলার শুনানি শেষে শাহীদুল ইসলাম চৌধুরী এবং আলা উদ্দিনকে একইভাবে জামিন প্রদান করেন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ