ময়মনসিংহের নান্দাইলে বিশেষ অভিযানে চালিয়ে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়ি ও জিআর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ জানুয়ারি) সকালে পাঁচ আসামিকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
এর আগে শুক্রবার রাতে নান্দাইল মডেল থানা পুলিশ ময়মনসিংহ জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) এর দিক নির্দেশনায় উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা থেকে ৪ জুয়াড়িকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মোয়াজ্জেমপুর ইউনিয়নের আমোদপুর গ্রামের লাল মিয়ার ছেলে মিলন মিয়া (৪০), মৃত নুর ইসলামের ছেলে আব্দুল কাদির (৪০), কপালহর গ্রামের আবু সিদ্দিকের ছেলে এমরান নন্দন (৪৫) ও মৃত মছরব আলীর ছেলে ফখরুল ইসলাম (৪৮)।
এ ছাড়া জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আশরাফুল ইসলাম ওরফে মানিক (৩৫) মৃত আব্দুল বারীকের ছেলে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, পুলিশের বিশেষ অভিযানে ৪ জুয়াড়ি ও ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাদের ময়মনসিংহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ