নড়াইলের লোহাগড়া উপজেলায় নসিমনের ধাক্কায় আহত বৃদ্ধ আব্দুল কুদ্দুস মোল্যা (৬৫) চিকিৎসাধীন মারা গেছেন।
শনিবার (২৭ জানুয়ারি) সকালে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তিনদিন যাবৎ চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
নিহত আব্দুল কুদ্দুস মোল্যা লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর এলাকার বাসিন্দা।
লোহাগড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দীন ভুঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা চৌরাস্তা কাঁচা বাজারের সামনে মাছ বোঝাই নসিমনের ধাক্কায় গুরুতর আহত হন আব্দুল কুদ্দুস মোল্যা। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি দেখে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তিনদিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার সকালে চিকিৎসাধীন তিনি মারা যান।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি।
নয়াশতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ