ময়মনসিংহের নান্দাইলে আনন্দঘন পরিবেশে মৌলভী বাড়ি মক্তব ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর দুইটায় শেরপুর গ্রামে মক্তব প্রাঙ্গণে বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক সুফিয়া বেগম কর্তৃক প্রতিষ্ঠিত রাশেদা-কাদের স্মৃতি ফাউন্ডেশনের অধীনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রাশেদা-কাদের স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সুফিয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর অধ্যাপক ড. আমিনুল হক আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন বাঁশহাটী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ। এছাড়া এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাশেদা-কাদের স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সুফিয়া বেগম।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ