ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬
মানবিক সাহায্যের আবেদন 

বাদশার চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

প্রকাশনার সময়: ২৬ জানুয়ারি ২০২৪, ২১:১২ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৪, ২১:২৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরে বেপরোয়া গতির অজ্ঞাতনামা গাড়ির চাপায় দুই পা থেঁতলে যাওয়ায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন মো. বাদশা (১২) নামের এক শিক্ষার্থী। সে উপজেলার মিরসরাই লতিফীয়া কামিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। গত ২ নভেম্বর সন্ধ্যায় মিরসরাই পৌর সদরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় ঢাকাগামী অজ্ঞাতনামা একটি কার্ভাডভ্যান তাকে চাপা দেয়। এসময় তার দুটি পা থেঁতলে যায়। বাম পায়ের ৫টি অংশে ভেঙে যায়।

মো. বাদশা মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শামছুল হকের ছেলে। তার বাবা মিরসরাই ভূমি অফিসের সামনে ভ্রাম্যমান দোকানে সবজি বিক্রিতা। ২ ভাই ২ বোনের মধ্যে ৩য় বাদশা। বাদশার বাবা শামছুল হক বলেন, দুর্ঘটনার পর তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করানো হয়। পরবর্তীতে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। সেখানে ১২দিন চিকিৎসার পর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করায়।

বর্তমানে ৮ম তলায় ৮০২ নম্বর ওয়ার্ডে গ্রিন বেডে তার চিকিৎসা চলছে। চিকিৎসার জন্য এ পর্যন্ত প্রায় ৪ লাখ টাকা ব্যয় হয়েছে। সমাজের বিভিন্ন দানশীল ব্যক্তি থেকে সাহায্য নিয়ে এতোদিন চিকিৎসা চালিয়েছি। আমি সবজি বিক্রি করে কোনভাবে সংসার চালায় আমার পক্ষে তার চিকিৎসা ব্যয় করা আর সম্ভব হচ্ছে না। এ পর্যন্ত কয়েকটি অপারেশন করে শরীরের বিভিন্ন অংশ থেকে মাংস নিয়ে বাম পায়ে জোড়া লাগানোর চেষ্টা করছে ডাক্তাররা। পরিপূর্ণ সুস্থ হতে আরে ৩-৪ মাস হাসপাতালে ভর্তি থাকা লাগবে বলে জানান। তার চিকিৎসার জন্য আরও ৫ লাখ টাকা প্রয়োজন। সমাজের বিত্তশালীরা যদি এগিয়ে আসেন তাহলে আমার ছেলেকে বাঁচাতে পারব। সাহায্য করার জন্য (সামছুল হক ০১৮২৬-৫৩৬৮৯৭ (বিকাশ) যোগাযোগ করার অনুরোধ করেন সবার প্রতি।

স্থানীয় কাউন্সিলর জহির উদ্দিন বলেন, সামছুল হক একজন সবজি বিক্রেতা। সবজি বিক্রি করে অনেক কষ্টে সংসার চালান। সড়ক দুর্ঘটনায় তার সন্তান বাদশার চিকিৎসায় এ পর্যন্ত প্রায় ৪ লাখ টাকা ব্যয় হয়েছে। আরও ৫ লাখ টাকা প্রয়োজন। সমাজের বিত্তশালীরা যদি এগিয়ে আসেন তাহলে বাদশাকে সুস্থ করে তোলা সম্ভব হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ