ফেরি ডুবিতে নিহত সহকারী মাস্টার হুমায়ুন কবিরের পরিবারকে সহায়তা সামগ্রী তুলে দিয়েছেন পিরোজপুর পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)।
শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে ফেরি ডুবিতে নিহতের গ্রামের বাড়ি ভাণ্ডারিয়া উপজেলার মাটিভাংগা গ্রামে যান এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।
এসময় তিনি নিহত হুমায়ুন কবিরের স্ত্রীর হাতে জেলা পুলিশের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা এবং খাদ্য সামগ্রী তুলে দেন।
তার সঙ্গে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, মো. মুকিত হাসান খান, পিরোজপুর সদর থানা ওসি মুহাম্মাদ আশিকুজ্জামান, ভাণ্ডারিয়া থানার ওসি আবির মুহাম্মদ হোসেন প্রমুখ।
পুলিশ সুপার বলেন, নিহত হুমায়ুন কবিরের ছেলে-মেয়ের পড়ালেখার জন্য যথাসাধ্য চেষ্টা করব। পুলিশের পক্ষ থেকে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হয়েছে, ভবিষ্যতেও দেব।
গত ১৭ জানুয়ারি বুধবার সকালে পাটুরিয়া ঘাটের অদূরে রজনীগন্ধা নামের ফেরিটি ডুবে গিয়ে ফেরির সহকারী ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবির মারা যান। ফেরি ডুবির ৫ দিন পর ২২ জানুয়ারি বিকেলে হুমায়ুন কবিরের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করে পরদিন তার গ্রামের বাড়ি ভাণ্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামে দাফন করা হয়।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ