নিয়মের তোয়াক্কা না করে নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন সিনিয়র স্টাফ নার্স হাসপাতালের ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছেন। ওই নার্সের নাম জিয়ারুল ইসলাম।
হাসপাতাল সূত্রে জানা যায়, ক্যাশিয়ার রফিকুল ইসলাম অবসরে যাওয়ার পর থেকে প্রায় এক বছর যাবৎ তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাকের মৌখিক অনুমতিতেই ভারপ্রাপ্ত ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছেন।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালকের পাঠানো এক চিঠি থেকে জানা যায়, সিনিয়র স্টাফ নার্স বা স্টাফ নার্সদের নন-নার্সিং কোনো কাজে সম্পৃক্ত করা যাবে না। তবে সেই নিয়ম অমান্য করেই তিনি ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসাপাতালে কর্মরত একাধিক ব্যক্তি জানান, অবৈধ আর্থিক সুবিধা গ্রহণের জন্যই তিনি ওই দায়িত্ব পালন করছেন। তাছাড়া একজন দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা কেন তৃতীয় শ্রেণির কর্মচারীর দায়িত্ব পালন করবেন।
জিয়ারুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক স্যারের অনুমতিতে দায়িত্ব পালন করছি। এর সকল দায়ভার স্যার বহন করবেন। আমি স্যারের অনুমতি ছাড়া এ বিষয়ে কোনো কথা বলতে পারব না।
তিনি আরও বলেন, যা জানার হাসপাতালে এসে জানতে হবে। পাবলিক হেলথ নার্স তফুরা খাতুন জানান, ওই ছেলেকে বেশ কয়েকবার ওই দায়িত্ব ছাড়ার জন্য বলা হয়েছে তবে সে ছাড়েনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক বলেন, আমার স্টাফ কম থাকায় তাকে দিয়ে দায়িত্ব পালন করাচ্ছি। এটা কোনো সমস্যা না। মাস তিনেকের মধ্যে স্টাফ নিয়োগ হলে তাকে এই দায়িত্ব থেকে ছেড়ে দেয়া হবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ