পিরোজপুরের কাউখালীতে অভিযানে প্রায় দেড় লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ও চরগরা জাল উদ্ধার করা হয়েছে। পরে এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) কাউখালীর সন্ধ্যা নদীতে উপজেলা মৎস্য অধিদফতরের উদ্যোগে উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও কাউখালী থানা পুলিশের যৌথ অভিযানে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণের বিশেষ কম্বিং অপারেশন চালানো হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, অবৈধ জালগুলো কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার নির্দেশে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ