শেরপুরের নকলায় নাসির উদ্দিন (৬০) নামে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নকলা পৌরসভার গ্রীনরোড এলাকাস্থ বাসার রান্না ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নাসির উদ্দিন নকলা পৌরসভার কুর্শাবাদাগৌড় এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নাসির উদ্দিন উপজেলার ধুকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সম্প্রতি অবসর গ্রহণ করেন। অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের ২ মেয়ে ও স্ত্রী রয়েছে। নাসির উদ্দিনের ২ মেয়েও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার কোনো ছেলে সন্তান না থাকায় স্ত্রী ও ২ মেয়ের নামে তার গ্রামের বসতবাড়ি ও নকলা শহরের বাসাসহ সব সম্পত্তি সাবকওলা মূলে লিখে দিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরের দিকে পরিবারের সদস্যরা রান্না ঘরে নাসির উদ্দিনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় নাসির উদ্দিনের মরদেহ উদ্ধারের পরে সুরতহাল প্রস্তুত করে থানায় নিয়ে যায়।
এদিকে অবসরে একাকিত্ব অন্যদিকে সুস্থ অবস্থায় সম্পদহীন হয়ে যাওয়ায় মানসিক চাপের কারণে নাসির উদ্দিন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে অনেকে মনে করছেন।নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অবসরপ্রাপ্ত একজন শিক্ষক কি কারণে আত্মহত্যার পথ বেছে নিলেন এর প্রকৃত কারণ এখনো জানা সম্ভব হয়নি; তবে প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ এরইমধ্যে তদন্ত শুরু করেছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ