ঢাকা, শনিবার, ৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ জিলহজ ১৪৪৫

কোটচাঁদপুরে পানের বরজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ২৬ জানুয়ারি ২০২৪, ১৭:৫৩

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি পানের বরজ থেকে সালমা খাতুন (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে দিকে উপজেলার গুড়পাড়া গ্রামের বিশ্বাস পাড়ার তার (সালমা) স্বামীর পানের বরজ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

দুই সন্তানের জননী নিহত সালমা ওই গ্রামের কৃষক তরিকুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধার পর থেকে সালমা নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে শুক্রবার বেলা ১২টার দিকে বাড়ি থেকে দেড়শ গজ দূরে তরিকুলের পানের বরজে তার মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ পানের বরজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। হত্যাকারীরা তাকে ধর্ষণের পর তার ডান কান ও নাক কেটে মরদেহের পাশে একটি কীটনাশকের বোতল ফেলে রেখে যায়।

কোটচাঁদপুর থানার ডিউটি অফিসার এএসআই মাহমুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে বিকাল ৪টার দিকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী তরিকুল তার আপন দুই ভাই নাজির ও তোরাবসহ ৫ জনকে আটক করেছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ