গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রোমান নামে দেড় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (২৬ জনুয়ারি) সকাল সাড়ে ৯টায় দিকে শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গড়িয়া মাস্টার বাড়ির লিচু বাগান সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমান জামালপুর সদরের হোলাটিয়া এলাকার নাজির উদ্দিনের ছেলে। তার বাবা শ্রীপুর পৌরসভার লিচু বাগান এলাকার খলিল মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন।
দুর্ঘটনার সময় সঙ্গে থাকা নানি ছলি বেগম বলেন, সকালে নাশতা খেয়ে রোমানকে নিয়ে রাস্তার পাশে বসে রোদ পোহাচ্ছিলাম। রোমান পাশেই খেলছিল, এ সময় একটি অটোরিকশা এসে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে মাথা ও ঘাড়ে আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ