ঘন কুয়াশায় পরিবহনের ধীরগতি ও যত্রতত্রভাবে গাড়ি চালানোয় বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে শুক্রবার (২৬ জানুয়ারি) ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতূপুর্ব মহাসড়কের এলেঙ্গা হতে সেতুপূর্ব পর্যন্ত সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে যানজট ও তীব্র শীতের কারণে যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
ট্রাকচালক আলী বলেন, ভোর থেকে যানজট। প্রচণ্ড কুয়াশা এবং শীত। এ ছাড়া সেতুর উপর যে লাইটগুলো লাগানো হয়েছে তাতেও দেখা যায় না। ফলে সেতুর উপর গাড়ি চালাতে খুবই ধীরগতিতে যেতে হয়। পিকআপচালক হাসান বলেন, চালকদের কারণে অনেকটা যানজট লেগেছে। আবার সামনের গাড়ি থেমে গেলে পেছনের গাড়িগুলোও থেমে যায়।
যানজট নিরসনে হাইওয়ে ও থানা পুলিশের সদস্যরা কাজ করছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) আশরাফ আলমগীর বলেন, কুয়াশার কারণে যানজটের সৃষ্টি হয়েছিল। বেলা বাড়ার সঙ্গে পরিবহন চলাচল স্বাভাবিক হচ্ছে। এ ছাড়া চালকরা এলোমেলোভাবে গাড়ি চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, সেতু সড়কে যানবাহনের চাপ থাকায় ধীর গতিতে চলাচল করেছে। যানজট নিরসনে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে মহাসড়ক স্বাভাবিক হবে।
নয়া শতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ