ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

তাড়াশে গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

প্রকাশনার সময়: ২৫ জানুয়ারি ২০২৪, ২৩:১৬

সিরাজগঞ্জের তাড়াশে এক কৃষকের প্রায় এক বিঘা জমির খিরা পানি দিয়ে নষ্ট করার অভিযোগ ওঠেছে আনিছ নামের এক প্রভাবশালীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক মো. ইসলাম (৪৬)।

উপজেলার তালম ইউনিয়নের গুল্টা গ্রামের গোলাপুর মৌজায় এ ঘটনা ঘটেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মো. ইসলাম এক বিঘা জমিতে খিরা আবাদ করেছেন। গাছগুলোতে ফুল এবং গুটিও এসেছে। আর মাত্র কয়েক দিন পরই তিনি খিরা বিক্রি করতে পারবেন। এ বছর প্রায় ২ থে‌কে ৩ লাখ টাকার খিরা বিক্রি করতে পারবেন বলে তার আশা ছিলো।

তবে একই গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে মো. আনিস উদ্দিন ২৪ জানুয়ারি আনুমানিক ১২টায় ক্ষতি করার জন্য সেচ মোটরের সাহায্যে পানি দিয়ে খিরার গাছ নষ্ট করে দেন।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. ইসলাম বলেন, সকাল থেকে পানি সেচলাম তবুও পানি জমিতে আছেই। আর মাত্র ১৫ থেকে ২০ দিন পর খিরা বিক্রি করা যেতো। এ সময় জমিতে পানি দিয়ে গাছগুলো নষ্ট করে দিলো। আমি ঋণ করে আবাদ করেছিলাম। এতে প্রায় ৩ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

অভিযুক্ত মো. আনিছ উদ্দিনের মোবাইলে একাধিক বার ফোন করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বৃস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে ৫টার দিকে লিখিত অভিযোগ পাওয়া বিষয় নিশ্চিত করে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ