ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

মির্জাপুরের ৩ ক্লিনিক-হাসপাতালকে জরিমানা

প্রকাশনার সময়: ২৫ জানুয়ারি ২০২৪, ২২:৫৪

টাঙ্গাইলের মির্জাপুরে ৩ ক্লিনিক-হাসপাতাল কর্তৃপক্ষকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান।

এসময় লাইসেন্সবিহীন অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে নিয়ম বহির্ভূতভাবে ক্লিনিক ও হাসপাতাল পরিচালনার দায়ে মির্জাপুর জেনারেল হাসপাতাল ও মির্জাপুর চক্ষু হাসপাতালকে ৫ হাজার করে ১০ হাজার ও সিয়াম ডিজিটাল ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর ইসরাত জাহানসহ পুলিশ সদস্য ও অন্যরা উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ