ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ভরণপোষণ না দেওয়ায় ছেলেকে হাজতে দিলেন বাবা 

প্রকাশনার সময়: ২৫ জানুয়ারি ২০২৪, ২২:৩৪

জামালপুরের মেলান্দহে নির্যাতন ও ভরণপোষণ আইনে বাবার দায়ের করা মামলায় ছেলে মো. হাবিবকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে মেলান্দহ থানার পুলিশ তাকে আদালতে পাঠায়। এর আগে সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত ছেলে হাবিব শেখ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের চর রুহিলী গ্রামের মো. তোফাজ্জল হোসেন ও মোছা. হাজেরা বেগম দম্পতির ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃদ্ধ বাবা-মার সাথে উগ্র আচরণ করতেন অভিযুক্ত ছেলে। তিনি বখাটে প্রকৃতির এবং কাজে অমনোযোগী। ঘরের জিনিসপত্র ভেঙে ফেলতেন। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ে করেন।

বৃদ্ধ বাবা তোফাজ্জল হোসেন বলেন, ‘ছেলেটা ভালোই ছিল। কিন্তু নেশাগ্রস্তদের সঙ্গে পড়ে টাকা না পেলেই নির্যাতন-অত্যাচার করা শুরু করে। গতকাল বিষয়টি থানা পুলিশকে জানানোর পর সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।’

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজু আহাম্মাদ বলেন, ‘বাবা-মাকে ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযোগ থানায় আসা মাত্রই থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।’

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ