মাদারীপুরের সদরের পেয়ারপুর ইউনিয়নে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করলো আফতাব উদ্দিন মিয়া ওয়ার্ল্ড ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পশ্চিম পেয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ বিতরণ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাহজাহান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু বকর সিদ্দিক।
আফতাব উদ্দিন মিয়া ওয়ার্ল্ড ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব শাহজাহান মিঞার সভাপতিত্বে সকাল ১১টায় কম্বল বিতরণ কর্মসূচি শুরু হয়।
সভাপতির বক্তব্যে শাহজাহান মিঞা বলেন, আফতাব উদ্দিন মিয়া ওয়ার্ল্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আ. ওয়াদুদ মিঞা দীর্ঘদিন ধরেই সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত। তার মাধ্যমেই ২০২০ সালে যাত্রা শুরু এই ফাউন্ডেশনের। এরপর আমিও ধীরে ধীরে জনহিতকর বিভিন্ন কাজে যুক্ত হই। সবাইকে ধন্যবাদ সার্বিক সহযোগিতার জন্য।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান খান বলেন, মানুষের পাশে থাকা, মানুষের জন্য কাজ করার সৌভাগ্য সবার হয় না। আফতাব উদ্দিন মিয়া ওয়ার্ল্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আ. ওয়াদুদ মিঞা সুদূর ইতালি থেকেও দেশের মানুষের কথা ভুলেননি। আমি এই মহান মানুষটির দীর্ঘায়ু কামনা করছি।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন আছিবুর।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ