পিরোজপুরের কাউখালীতে দুই দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তাহ অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে কাউখালী উপজেলা প্রশাসনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা অনুষ্ঠানের উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান, কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুর রহমান, একাডেমিক সুপারভাইজার রিয়াজুল ইসলাম, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিক্ষা অনুরাগী আব্দুল লতিফ খসরু, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
অনুষ্ঠানে উপজেলার ১৫টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন স্টল নিয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় অংশগ্রহণ করে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ