ময়মনসিংহের তারাকান্দায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী মাহেন্দ্র ধাক্কা দিলে মো. আনিছুর রহমান (৩০) নামে এক যুবক প্রাণ হারান। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) উপজেলার গোপালপুর খামার বাজার এলাকার শেরপুর-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিছুর রহমান ফুলপুর উপজেলার বালিয়ার এলাকার মো. নূরুল ইসলামের ছেলে।
আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানে হয়েছে। হতাহতরা সবাই মাহেন্দ্রর যাত্রী ছিলেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী বলেন, ‘এ ঘটনায় ট্রাক আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।’
নয়া শতাব্দী/ডিএ/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ