বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনিক ভবনের তৃতীয় তলা থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন জান্নাতুল ফেরদৌস নামের এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। জান্নাতুল ফেরদৌস ইংরেজি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।
জানা গেছে, ডান পা, দুই হাত এবং ঘাড়ে গুরুতর আঘাত পেয়েছেন জান্নাতুল। দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে শেরে বাংলা মেডিকেলে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল কাইয়ুম বলেন, ‘অবস্থা আশঙ্কাজনক নয়, আহত শিক্ষার্থীর চিকিৎসা চলছে।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, ‘ভবনগুলোর রেলিং আরো সুরক্ষিত করার জন্য আজই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রকৌশল শাখাকে যথাযথ নির্দেশনা দিয়েছেন উপাচার্য।’
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ