টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কয়াপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের মঠবাড়ী গ্রামের ফরহাদ আলী মাষ্টার (৬০) ও ভ্যান চালক আব্দুল খালেক (৫৫)। এছাড়া আহত শামছুন্নাহার দুর্ঘটনায় নিহত ফরহাদ মাষ্টারের স্ত্রী। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধনবাড়ী কয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে ওই অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের চালক ও এক যাত্রীসহ দুজন মারা যান।
ধনবাড়ী থানার এসআই ইদ্রিস আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। ঘাতক বাসটি আটক করে থানায় আনা হয়েছে। বাসের চালক ও হেলপার পালাতক।
নয়া শতাব্দী/ডিএ/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ