ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আট দিন পর ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধার

প্রকাশনার সময়: ২৫ জানুয়ারি ২০২৪, ১৪:৩৪ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪, ১৪:৪০

মানিকগঞ্জের পাটুরিযায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারের পর পানি অপসারণের কাজ চলছে। ফেরিতে জমে থাকা কাদা মাটি অপসারণ ও ভেঙে যাওয়া অংশ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। ফেরির ইঞ্জিন রুম পরিষ্কার করে কাদা মাটি সরানো হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত উদ্ধার হওয়া রজনীগন্ধা ফেরি ঘুরে এমন চিত্র দেখা গেছে।

নৌবাহিনীর ডুবুরি দলের প্রধান শাহ পরান ইমন বলেন, তীব্র শীত, পানির নিচে স্রোত ও কুয়াশা থাকার পরেও গতকাল রাত ১১টার দিকে ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি উদ্ধার করা সম্ভব হয়।

ফেরিটি ঘাট এলাকা থেকে ভাটিতে এক কিলোমিটার দূরে রাখা হয়েছে। সকাল থেকে ফেরিটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করে ফেরি হস্তান্তরের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী /আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ