শিশু সারার যখন খেলাধুলায় ব্যস্ত থাকার কথা, তখন সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় ছটফট করছে। বাঁচার আকুতি জানাচ্ছে তার অসহায় পরিবার।
ক্যান্সারে আক্রান্ত ৪ বছর ৩ মাস বয়সী সারা নামের শিশুটি বাঁচতে চায়। অর্থের অভাবে চলছে না তার চিকিৎসা। একটু সাহায্য-সহযোগিতা পেলে হয়তো সুস্থ হয়ে যেত শিশুটি, এমন প্রত্যাশা পরিবারের। তবে দারিদ্র যেন তার বাঁচার পথে এখন একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। ছোট্ট সারা কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের বীরকাটিহারী গ্রামের সবুজ মিয়া ও ফাতেমা বেগমের কন্যা।
সারার বাবা সবুজ মিয়া বলেন, ‘কলিজার টুকরো সন্তানকে কীভাবে বাঁচাবো, কীভাবে চিকিৎসা করাবো, কোনো কূল-কিণারা পাচ্ছি না। সহায়-সম্বল যেটুকু ছিল, তা বিক্রি করে এ পর্যন্ত চিকিৎসা করিয়েছি। মেয়ের মুখের দিকে তাকালে আমার বুকটা ফেটে যায়। হাসিখুশি চঞ্চল আমার ছোট্ট মামনি আজ মরণব্যাধিতে আক্রান্ত। আমার সামনেই সে রোগে ছটফট করে। আমি বাবা হয়ে তার চিকিৎসাটুকু করাতে পারছি না।’
সারার বাবা আরও বলেন, ‘জরুরি ভিত্তিতে একটি পরীক্ষা করাতে হবে। সেজন্য ১৫ হাজার টাকা লাগবে। ডাক্তার বলেছেন, পরীক্ষার পরে চিকিৎসা চলবে। তাতে আনুমানিক ৪ লাখ টাকা লাগবে।’
এমন পরিস্থিতিতে মা-বাবা দুজনেই সন্তানকে বাঁচাতে হিমসিম খাচ্ছেন। তাই শিশুটির জন্য হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান তারা।
ইতোমধ্যেই শিশুটির চিকিৎসার জন্য লক্ষাধিক টাকা খরচ হয়ে গেছে। সারার বাবা আর কোনোভাবেই টাকার ব্যবস্থা করতে পারছেন না। তাই, হৃদয়বান ব্যক্তি ও সহৃদয় প্রবাসী ভাইবোনদের কাছে তার করুণ কণ্ঠে কাতর মিনতি, “আপনারা শিশুটির দ্রুত চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।”
সহযোগিতা পাঠানোর জন্য- বিকাশ নম্বর: ০১৭৪৩৯৫১৫০৯
নয়া শতাব্দী/ডিএ/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ