ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

সিরাজগঞ্জে বৃষ্টির মত পড়ছে কুয়াশা

প্রকাশনার সময়: ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:৫৭ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪, ১০:৫৫

সিরাজগঞ্জের তাপমাত্রা আরও প্রায় ৩ ডিগ্রি বেড়েছে। তবে তাপমাত্রা বাড়লেও কুয়াশার চাদরে ঢাকা রয়েছে চারপাশ। বেলা বাড়লে দেখা মিলতে পারে সূর্যের।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৬টায় সিরাজগঞ্জের বাঘাবাড়ি প্রথম শ্রেণির আবহাওয়া অফিস জেলার তাপমাত্রা রেকর্ড করেছে ১২ ডিগ্রি সেলসিয়াস। যা বুধবার (২৪ জানুয়ারি) ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর মঙ্গলবার (২৩ জানুয়ারি) ছিল ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বুধবারের মতো আজ সকালেও সিরাজগঞ্জের আকাশে রোদের দেখা না মেলায় কুয়াশার চাদরে ঢাকা রয়েছে পুরো জেলা। তবে বেলা বাড়ার সঙ্গে সূর্যের দেখা মিলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বাঘাবাড়ি প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, সকাল ৬টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। ফলে সেই মৃদু শৈত্যপ্রবাহ কেটে গেছে।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ